About This Publisher

সময় প্রকাশন

সময় প্রকাশন

  • Available books here: 25

‘সময় প্রকাশন’ বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান যার শুরু হয় ১৯৮৮ সাল থেকে। লেখক, পাঠক ও প্রকাশক – এই তিনের সমন্বয়ে সময় উপযোগী সংস্থা ‘সময় প্রকাশন’। বর্তমান সাহিত্যের সাথে চিরায়ত বাংলা সাহিত্যের সম্মীলন ঘটিয়েছে ‘সময় প্রকাশন’। আমরা যুদ্ধ, ইতিহাস এবং সভ্যতা বিষয়ক বইকে প্রাধান্য দেই বেশি। এ প্রকাশনী গণিত, কল্পবৈজ্ঞানিক এবং পরিবেশগত ভূমিকা সম্পন্ন বইয়ে ভরপুর। ‘সময় প্রকাশন’ নিয়মিতভাবে স্বনামধন্য প্রতিষ্ঠিত লেখকদের দুর্লভ রচনা প্রকাশ করে থাকে। দেশপ্রিয় লেখকদের পাশাপাশি তরুণ লেখকদের লেখা রচনা প্রকাশে অগ্রণী ভূমিকা পালন করছে ‘সময় প্রকাশন’।’সময় প্রকাশন’ ইতিমধ্যে তেরো শতাধিক বই প্রকাশ করেছে। ‘সময় প্রকাশনের’ বই কেনার জন্য নির্বাচন করার দরকার নেই কারণ ‘সময় প্রকাশন’ শুধুমাত্র ঐ সব বই প্রকাশ করে যা আগে থেকেই বাছাই করা আছে। ‘সময় প্রকাশন’ বাংলাদেশে এবং সেই সমস্ত দেশে যেখানে বাংলাভাষী মানুষের বসবাস রয়েছে, যেমন – কলকাতা, নিউইয়র্ক, লন্ডন, টরন্টো ইত্যাদি শহরে বই প্রকাশ করে থাকে।

Tab Article