পূর্ব বঙ্গের মানুষ জনের কাছে এবং যারা কৃষক বিদ্রোহ নিয়ে কাজ করেছেন তাদের সবার কাছে অষ্টাদশ শতকের শমসের গাজী নামটি পরিচিত কৃষক নেতা হিসেবে। কিন্তু, তাঁর সম্পর্কে তথ্য কম থাকায় একই বয়ান বারবার নির্মিত হয়েছে। সালেহউদ্দিন এই বৃত্ত ভেঙ্গে অগ্রসর হয়েছেন। নোয়াখালি- ত্রিপুরা অঞ্চলে বারবার গেছেন। বিদ্যমান তথ্যাদি বিশ্লেষণ করে শমসের গাজীর সম্পূর্ণ বৃত্তান্ত রচনা করেছেন। শমসের গাজীর জন্ম, তাঁর পরিবার, যুদ্ধ, এলাকা দখল প্রভৃতি বিষয়ে তিনি নতুন অনেক তথ্য যোগাড় করেছেন। তিনি বিভিন্ন ভূমি অফিসে গিয়ে পুরনো দলিল দস্তাবেজ উদ্ধার করেছেন যা এখানে তেমনভাবে বর্ণিত হয়নি। তাঁর শেকড় সন্ধান শমসের গাজীর ইতিহাস রচনায় সহায়তা করেছে শুধু তাই নয়, শমসের গাজীর সঙ্গে তাঁর সম্পর্কের সূত্রও আবিষ্কার করেছেন। কৃষক বিদ্রোহের ইতিহাসে এটি নতুন সংযোজন। সংযোজিত আলোকচিত্র সমূহের অধিকাংশ লেখকের তোলা। গ্রন্থমালা প্রকাশের বিষয়টি বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর ঘরোয়া সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু সম্পাদনার কাজে নয় লেখা সংগ্রহে সহায়তা ও লেখকদের সঙ্গে যোগাযোগ ও সংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা পালন করেছেন ড. মুর্শিদা বিন্তে রহমান। আর সময় প্রকাশন তা প্রকাশের আগ্রহ দেখিয়েছে। প্রকাশক ফরিদ আহমদ সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন এই গ্রন্থমালার। মুজিব বর্ষে শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং বাংলাদেশের ৫০ বছর উপলক্ষ্যে স্মরণ করছি জাতীয় চার নেতা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে সকল শহীদ ও নির্যাতিতদের, অবরুদ্ধ দেশের মানুষদের যাদের সহায়তার কারণে আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি। তারা তাদের বর্তমান উৎসর্গ করেছেন আমাদের ভবিষ্যতের জন্য।
About This Books