About This Books

সোনালি ডানার চিল

সোনালি ডানার চিল

  • Author: সুধাংশু শেখর বিশ্বাস
  • Publisher: আগামী প্রকাশনী
  • Category: মুক্তিযুদ্ধ
  • ISBN: 9789840423453
  • Status: FREE
0 Review

স্মৃতিগল্প ‘সােনালি ডানার চিল’-এর তৃতীয় পর্ব এটি। প্রথম ও দ্বিতীয় পর্বে ছিল লেখকের বর্ণাঢ্য শৈশব এবং কৈশােরের গল্প । এই পর্বে উঠে এসেছে তার কঠিন জীবন সংগ্রামে ভরা কৈশাের-পরবর্তী যৌবনের প্রথমদিকের গল্প। লক্ষ্য যদি থাকে অটুট এবং অবিচল ধৈর্য নিয়ে সেই লক্ষ্যে এগিয়ে চললে সাফল্য যে নিশ্চিত, তার বাস্তব উদাহরণ এই রচনাটি। বাবা জেলে । মা এবং আট ভাইবােন নিয়ে বিশাল সংসার । আয় নেই-রােজগার নেই । পড়াশােনা বাদ দিয়ে পাড়ার মােড়ে মুদি দোকানি, টিউশন, পত্রিকায় চাকরি, ছাত্র রাজনীতি, খেলাধুলা, সংগঠন করা । সবদিক বজায় রেখে আবার পড়াশােনা শুরু, বিসিএস পরীক্ষা দিয়ে চাকরিতে যােগদান। সবকিছু অতিক্রম করে জীবনকে জয় করার এক অদম্য স্মৃতিগল্প ‘সােনালি ডানার চিল’-এর তৃতীয় পর্ব। অনবদ্য সেইসব গল্প শােনাতে চান লেখক এই প্রজন্মের তরুণদের। নিঃসন্দেহে সাহস খুঁজে পাবেন তারা। ভবিষ্যৎ প্রজন্ম হবে উদ্দীপ্ত। আগের প্রজন্মের মানুষ করতে পারবেন তাদের ফেলে আসা দিনগুলাের স্মৃতি রােমন্থন। গড়ে উঠবে তিন প্রজন্মের মধ্যে অদৃশ্য এক সেতুবন্ধ। স্মৃতিগুলাে উপস্থাপিত হয়েছে ছােট ছােট গল্পের মতাে সহজ এবং সাবলীল ভাষায় । পড়ে নিঃসন্দেহে আনন্দ পাবেন পাঠক।

Summary

Tab Article

উপক্রমিকা হায় চিল, সোনালি ডানার চিল... তুমি আর উড়ো নাকো কেঁদে কেঁদে এই ভিজে মেঘের দুপুরে কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে... প্রিয় কবির প্রিয় কবিতা আমার। কবি জীবনানন্দ দাশ অন্তরের গহিন ভেতরটাকে এভাবেই তুলে ধরেছেন তিন লাইনে। পার্থক্য এই যে, হৃদয় খঁুড়ে শুধু বেদনাই জাগে না আমার। আনন্দও উছলে পড়ে। দুঃসহ কষ্টের দিনগুলোও আমার কাছে এখন সুখের স্মৃতি। কঠোর জীবনসংগ্রাম এখন আমার গর্ব। স্মৃতিগল্প ‘সোনালি ডানার চিল’—এর তৃতীয় পর্ব এটি। এই পর্বে তুলে ধরেছি জীবনের কঠিন বাস্তবতা। এর আগের দুই পর্বে বলেছি আমার বর্ণাঢ্য শৈশব এবং কৈশোরের গল্প। সেসব ছিল মধুর স্মৃতি। কিন্তু কৈশোর উত্তীর্ণ হয়ে যৌবনে পা দিতে—না—দিতেই জীবনসংগ্রামের মুখোমুখি হই আমি। বাবা জেলে। কোনো আয়—ইনকাম নেই সংসারে। আট ভাইবোন নিয়ে মা যশোর শহরে একাই নামেন জীবনযুদ্ধে। সহযোগী হই আমরা ভাইবোনেরাও। লক্ষ্য যদি থাকে অটুট এবং অবিচল ধৈর্য নিয়ে সেই লক্ষ্যে যদি এগিয়ে চলা যায়, তবে সাফল্য নিজে এসে ধরা দেয় একদিন—না—একদিন, সেটি স্পষ্ট করে তুলে ধরার চেষ্টা করেছি এই পর্বে। পড়াশোনা বাদ দিয়ে পাড়ার মোড়ে মুদি—দোকানদারি, টিউশনি, পত্রিকায় চাকরি, ছাত্ররাজনীতি, খেলাধুলা, সংগঠন করা─ কোনোকিছু বাদ না দিয়ে চার বছর পর আবার পড়াশোনা শুরু। ইন্টারমিডিয়েট, গ্র্যাজুয়েশন, মাস্টার্স করে বিসিএস পরীক্ষা দিয়ে চাকরিতে যোগদান করা। অভাব—অনটন, দুঃখ—কষ্ট, মান—অপমান সবকিছু অতিক্রম করে জীবনকে জয় করার এক ইচ্ছের বাস্তবায়ন তুলে ধরেছি স্মৃতিগল্প ‘সোনালি ডানার চিল’—এর তৃতীয় পর্বে। অনবদ্য সেইসব গল্প আমি শোনাতে চাই এই প্রজন্মের যুবকদের। যারা এখন জীবনসংগ্রামে ব্যস্ত, সেই গল্প পড়ে সাহস খুঁজে পাবেন তারা। ভবিষ্যৎ প্রজন্ম হবে উদ্দীপ্ত। আর আমাদের সময়ের মানুষ করতে পারবেন তাদের ফেলে আসা দিনগুলোর স্মৃতি—রোমন্থন। গড়ে উঠবে তিন প্রজন্মের মধ্যে অদৃশ্য এক সেতুবন্ধন। স্মৃতিগুলো আলাদাভাবে ছোট ছোট গল্পের আকারে উপস্থাপন করেছি সহজ এবং সাবলীল ভাষায়। একটির সাথে অন্যটি সম্পর্কযুক্ত নয় বলে পরের গল্পটি না—পড়লেও অতৃপ্তি থাকবে না। তবে এমনভাবেই গল্পগুলো তৈরি যে, আনন্দ নিয়ে পড়তে পারবেন সবাই। আশা করি ভালো লাগবে পাঠকের।

Related Books