স্মৃতিগল্প ‘সােনালি ডানার চিল’-এর তৃতীয় পর্ব এটি। প্রথম ও দ্বিতীয় পর্বে ছিল লেখকের বর্ণাঢ্য শৈশব এবং কৈশােরের গল্প । এই পর্বে উঠে এসেছে তার কঠিন জীবন সংগ্রামে ভরা কৈশাের-পরবর্তী যৌবনের প্রথমদিকের গল্প। লক্ষ্য যদি থাকে অটুট এবং অবিচল ধৈর্য নিয়ে সেই লক্ষ্যে এগিয়ে চললে সাফল্য যে নিশ্চিত, তার বাস্তব উদাহরণ এই রচনাটি। বাবা জেলে । মা এবং আট ভাইবােন নিয়ে বিশাল সংসার । আয় নেই-রােজগার নেই । পড়াশােনা বাদ দিয়ে পাড়ার মােড়ে মুদি দোকানি, টিউশন, পত্রিকায় চাকরি, ছাত্র রাজনীতি, খেলাধুলা, সংগঠন করা । সবদিক বজায় রেখে আবার পড়াশােনা শুরু, বিসিএস পরীক্ষা দিয়ে চাকরিতে যােগদান। সবকিছু অতিক্রম করে জীবনকে জয় করার এক অদম্য স্মৃতিগল্প ‘সােনালি ডানার চিল’-এর তৃতীয় পর্ব। অনবদ্য সেইসব গল্প শােনাতে চান লেখক এই প্রজন্মের তরুণদের। নিঃসন্দেহে সাহস খুঁজে পাবেন তারা। ভবিষ্যৎ প্রজন্ম হবে উদ্দীপ্ত। আগের প্রজন্মের মানুষ করতে পারবেন তাদের ফেলে আসা দিনগুলাের স্মৃতি রােমন্থন। গড়ে উঠবে তিন প্রজন্মের মধ্যে অদৃশ্য এক সেতুবন্ধ। স্মৃতিগুলাে উপস্থাপিত হয়েছে ছােট ছােট গল্পের মতাে সহজ এবং সাবলীল ভাষায় । পড়ে নিঃসন্দেহে আনন্দ পাবেন পাঠক।
About This Books