শত প্রতিকূলতার মাঝে এই বৃহৎ পৃথিবীতে নিজের অবস্থান নিজের তৈরী করে নিতে হয় । মহাকাল কাউকে স্থান করে দেয় না। যে কোনো সফলতা একদিনে তৈরী হয় না। প্রতিটি পদক্ষেপে দৃঢ়তার সাথে প্রতিবন্ধকতা মাড়িয়ে স্বপ্ন স্পর্শ করতে হয়। একজন স্বপ্নবাজ পারে অন্যকে স্বপ্ন দেখাতে এবং তা বাস্তবায়ন করতে। অন্ধকারে আলোকবর্তীকা হয়ে যারা পথপ্রদর্শন করেন তারা এক একজন অবশ্যই স্বপ্নবাজ মানুষ ছিলেন।
About This Books