রাষ্ট্রভাষা-আন্দোলনে রফিকুল ইসলাম ভাষা-আন্দোলন বাঙালির জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক ঘটনা। এর মাধ্যমে পূর্ববঙ্গের মানুষ নবচেতনায় জাগ্রত হয়। সাম্প্রদায়িক পাকিস্তানি ভাবধারার বিপরীতে তারা ভাষা-সংস্কৃতিভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্দীপ্ত হয় এবং দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ অতিক্রম করে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। এ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীদের একজন ছিলেন রফিকুল ইসলাম। তিনি ১৯৪৮ সালের ভাষা-আন্দোলন খুব কাছ থেকে প্রত্যক্ষ করেন এবং ১৯৫২ সালের ভাষা-আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। শুধু তা-ই নয়, বায়ান্নর ভাষা-আন্দোলনের মিছিল এবং সভা-সমাবেশের আলোকচিত্র ধারণ করে তিনি এক ঐতিহাসিক গুরুদায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রভাষা আন্দোলনে রফিকুল ইসলামের অবদান সম্পর্কে আলোকপাত করতে গেলে এ আন্দোলনের ঘটনাপরম্পরা তুলে ধরা অত্যাবশ্যক। নবপ্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রে ভাষা-আন্দোলন ছিল এক ব্যতিক্রমধর্মী রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন। একে কেন্দ্র করে বাঙালির চেতনায় যে ‘ভাষা ও সংস্কৃতিভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী চেতনার’১ জাগরণ ঘটে, এবং তারই সূত্র ধরে পূর্ববঙ্গের মানুষ কঠিন ত্যাগ স্বীকারের মাধ্যমে অর্জন করে স্বাধীন আবাসভূমি দেশভাগের পর মুসলিম লীগ সরকার নবপ্রতিষ্ঠিত রাষ্ট্রে পাকিস্তানি জাতীয়তাবাদের দোহাই দিয়ে বাংলা ভাষাকে সব কাজে ১ জিল্লুর রহমান সিদ্দিকী, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, দ্বিতীয় বর্ধিত সংস্করণ,
About This Books