About This Books

ধ্বংসযাত্রা

ধ্বংসযাত্রা

  • Author: রুশদী শামস
  • Publisher: সময় প্রকাশন
  • Category: সায়েন্স ফিকশন
  • ISBN: 9789844584419
  • Status: FREE
0 Review

দেহ তল্লাশি করার জন্য দুটো রোবট এসেছে। ভালোই হয়েছে। ভাবলো রায়না। রোবট না হয়ে পুর“ষ মানুষ আসতে পারতো। ব্যাপারটা তখন রায়নার জন্য অস্বস্থির একটা কারণ হয়ে দাঁড়াত। রোবট দুটো এখন যেমন নির্বিকার একটা ভঙ্গি নিয়ে তার দেহ তল্লাশি করছে। পুর“ষ মানুষ হলে তা করতো না। পুর“ষ মানুষ খুব খারাপ জাত। ইচ্ছা করে রায়নার শরীরের বিশেষ অংশগুলোতে স্পর্শ করে মজা নিতো। রোবট দুটো হোটেলের রিসেপশন ডেস্কের দিকে তাকালো। সেখানে কেউ একজন বসে আছে। তার দিকে তাকিয়ে রোবট দুজন তাদের মাথা নাড়লো। কিছু একটার ইঙ্গিত। রায়নার মনে হলো ওরা নিশ্চিত করলো যে রায়নার শরীরে কোনো অস্ত্র লুকিয়ে রাখা নেই। রিসেপশনে কার দিকে তাকিয়ে রোবট দুটো মাথা নাড়লো? রায়না যেখানে দাঁড়িয়ে আছে, সেখান থেকে দেখতে পাচ্ছে না। বড়ো একটা কৃত্রিম ঝাউগাছ তার আর রিসেপশন ডেস্কের মাঝে। মরিচি বাতি গায়ে পেঁচিয়ে বেরসিকের মতো দাঁড়িয়ে আছে।

Summary

Tab Article

দেহ তল্লাশি করার জন্য দুটো রোবট এসেছে। ভালোই হয়েছে। ভাবলো রায়না। রোবট না হয়ে পুর“ষ মানুষ আসতে পারতো। ব্যাপারটা তখন রায়নার জন্য অস্বস্থির একটা কারণ হয়ে দাঁড়াত। রোবট দুটো এখন যেমন নির্বিকার একটা ভঙ্গি নিয়ে তার দেহ তল্লাশি করছে। পুর“ষ মানুষ হলে তা করতো না। পুর“ষ মানুষ খুব খারাপ জাত। ইচ্ছা করে রায়নার শরীরের বিশেষ অংশগুলোতে স্পর্শ করে মজা নিতো। রোবট দুটো হোটেলের রিসেপশন ডেস্কের দিকে তাকালো। সেখানে কেউ একজন বসে আছে। তার দিকে তাকিয়ে রোবট দুজন তাদের মাথা নাড়লো। কিছু একটার ইঙ্গিত। রায়নার মনে হলো ওরা নিশ্চিত করলো যে রায়নার শরীরে কোনো অস্ত্র লুকিয়ে রাখা নেই। রিসেপশনে কার দিকে তাকিয়ে রোবট দুটো মাথা নাড়লো? রায়না যেখানে দাঁড়িয়ে আছে, সেখান থেকে দেখতে পাচ্ছে না। বড়ো একটা কৃত্রিম ঝাউগাছ তার আর রিসেপশন ডেস্কের মাঝে। মরিচি বাতি গায়ে পেঁচিয়ে বেরসিকের মতো দাঁড়িয়ে আছে।

Related Books