গ্রন্থমালা প্রকাশের বিষয়টি বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর ঘরোয়া সভায় আলোচনা করে সিদ্ধান্ত— নেওয়া হয়েছে। লেখা সংগ্রহে সহায়তা করেছেন এবং সমন্বয়কের ভূমিকা পালন করেছেন ড. মুর্শিদা বিন্তে রহমান। আর সময় প্রকাশন এর স্বত্বাধিকারী জনাব ফরিদ আহমদ তা প্রকাশের আগ্রহ দেখিয়েছেন। এর আগে ১২ খন্ডে মুক্তিযুদ্ধ কোষ প্রকাশের গৌরবও তাঁর। কারণ ঐ কোষ গ্রন্থ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম কোষ গ্রন্থ। ইতিহাস সম্মিলনীর সভাপতি ড. মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক ড. চৌধুরী শহিদ কাদের ও অন্যান্য সম্পাদকবৃন্দ আমাদের উৎসাহিত করেছেন। মুজিববর্ষে শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং বাংলাদেশের ৫০ বছর উপলক্ষেযে স্মরণ করছি জাতীয় চার নেতা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে সকল শহিদ ও নির্যাতিতদের, অবর“দ্ধ দেশের মানুষদের, যাঁদের সহায়তার কারণে আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি। তাঁরা তাঁদের বর্তমান উৎসর্গ করেছিলেন আমাদের ভবিষ্যতের জন্য। ঢাকা ১৪২৭ বাংলা সন, মুজিববর্ষ মুনতাসীর মামুন মুক্তিসন ৪৯, ২০২০
About This Books