জসীম আল ফাহিম ১৯৭৯ সালের ৩১ আগস্ট জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামে। পিতা মোহাম্মদ আবদুল হাফিজ। মাতা ফাতেমা বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। স্ত্রী রোজিনা আক্তার এবং কন্যা জাইমা জাফরিন। ছোটো-বড়ো সবার জন্যই তিনি লেখেন গল্প, উপন্যাস ও ছড়া-কবিতা। প্রকাশিত গ্রন্থ— উপন্যাস : মা ও মুক্তিযুদ্ধ, অ্যালিয়েন ইটু বিটু টিটু, ভূচং ও চচং, টিপটিপি ও টিউটিউ, তৃণলতা এবং পাষাণ পৃথিবী। গল্প : যুদ্ধ জয়ের পঞ্চাশ গল্প, মহাকাশ ভ্রমণের লিফট, চাঁদের পিঠে বাংলাদেশ, গল্পগুলো একাত্তরের, গর্ব আমার মুক্তিযুদ্ধ, যুযুকি, জলপরি, কাঠবিড়ালি পিংকি, কল্পমেঘের গল্প, ফুল পাখি আর প্রজাপতি, শিল্পীপাখি, বানরছানা হনুমানছানা, আবিরের গল্প, দুষ্টুমামা মিষ্টিমামা, স্পর্শবাবুর দুঃখ, ঘাসফড়িঙের জন্মদিন, মংসং মামা, ময়না পাখি, মানব বনসাই টুসি ডাকে ম্যাও ম্যাও, পমি নামের কুকুরটি, গাধার বিশ্বভ্রমণ, পরিকুমার, ঝিনুককুমার, পিউ আর পরিরানি, পরি রাজকুমারী, ভূতের ছেলে পিংপং, ভূতের নাম অলম্বুষ অদ্ভুত লম্বভূত, আবির ও পক্ষিরোবট, মুক্তিযোদ্ধা মায়ের গল্প, ছয় ডিটেকটিভ, মায়ের জন্য ফুল, জমিদার, খোলস বদল, ইরম ও নীলপাখির গল্প, মুক্তির সংগ্রাম, বাংলামায়ের মুখে হাসি মুক্তির আনন্দ এবং বঝরা বকুলের গল্প। ছড়া-কবিতা : বাংলাদেশের সূর্যসেনা। জীবনী : বঙ্গবন্ধুর শৈশব। অন্যান্য বই : বাংলাদেশের ফুল ও ফল পরিচিতি, বাংলাদেশের পশু ও পাখি পরিচিতি এবং বাংলাদেশের মাছ পরিচিতি। পুরস্কার : UNICEF কর্তৃক মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০০৭, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-সিলেট কর্তৃক “কেমুসাস তরুণ সাহিত্য পদক ২০০৯', কাব্যকথা সাহিত্য পরিষদ-ঢাকা কর্তৃক কাব্যকথা জাতীয় সাহিত্য পুরস্কার ২০১৮' এবং UNICEF কর্তৃক মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৯'।
About This Author