About This Author

ইমদাদুল হক মিলন

ইমদাদুল হক মিলন

  • Available books here: 4

ইমদাদুল হক মিলনের জন্ম ৮ সেপ্টেম্বর ১৯৫৫ বিক্রমপুর। পৈত্রিক গ্রাম লৌহজং থানার ‘পয়শা’। বালকবেলার বেশ খানিকটা কেটেছে ওই একই থানার ‘মেদিনী মণ্ডল গ্রামে, নানীর কাছে। সেই সময় ক্লাস টু থেকে ক্লাস ফাইভ পর্যন্ত কাজির পাগলা এ.টি.ইনস্টিটিউশনে পড়াশুনা। তারপর থেকে ধারাবাহিকভাবে ঢাকায়। ঢাকার গেণ্ডারিয়া হাইস্কুল থেকে এসএসসি। পরবর্তীতে পড়াশুনো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, অনার্সসহ অর্থনীতিতে স্নাতক। প্রথম রচনা, ছোটদের গল্প ‘বন্ধু’ ১৯৭৩ সালে। প্রথম উপন্যাস ‘যাবজ্জীবন’ বাংলা একাডেমীর সাহিত্য পত্রিকা ‘উত্তরাধিকারে’ ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ১৯৭৬ সালে। এই উপন্যাস পাঠকমহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ১৯৯২ সালে বাংলা একাডেমী পুরস্কার তাঁর যোগ্যতার স্বীকৃতি। এছাড়া পেয়েছেন বিশ্ব জ্যোতিষ সমিতি পুরস্কার ১৯৮৬, ইকো সাহিত্য পুরস্কার ১৯৮৭, হুমায়ুন কাদির সাহিত্য পুরস্কার ১৯৯২, নাট্যসভা পুরস্কার ১৯৯৩, পূরবী পদক ১৯৯৩, বিজয় পদক ১৯৯৪, মনু থিয়েটার পদক ১৯৯৫, যায়যায়দিন পত্রিকার পুরস্কার ১৯৯৫, টেনাশিনাস পদক ১৯৯৫, মাদার তেরেসা পদক ১৯৯৮, এস এম সুলতান পদক ১৯৯৯, অতীশ দীপঙ্কর স্বর্ণপদক ২০০০, চোখ সাহিত্য পুরস্কার (কলকাতা) ২০০১, ট্রাব অ্যাওয়ার্ড ২০০২, টেলিভিশন দর্শক ফোরাম পুরস্কার ২০০২, বাচসাস পুরস্কার ২০০২, ইউরো শিশুসাত্যি পুরস্কার ২০০৪, বিবেক সাহিত্য পুরস্কার (জাপান) ২০০৫।

Tab Article

Available Books