উনিশ শ চুরাশি সালের পঁচিশে জানুয়ারি সকাল দশটার রমনা মেইল স্টেশনে হাজির হয় দুপুর একটায়। নির্ধারিত সময়ের মাত্র তিন ঘন্টা পর। সেদিন রমনা স্টেশনে অপেক্ষমান একজন যাত্রীর কুড়িগ্রাম জর্জকোর্টে মামলার শুনানি ছিল। তিনি সময়মতো শুনানিতে হাজির হতে না পারায় কোর্ট তার অনুপস্থিতে বিপক্ষে রায় দেয়। ক্ষুদ্ধ ব্যক্তি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। তিনি জানান, রমনা মেইল ট্রেনে অনেকগুলো অনিয়ম দীর্ঘদিন ধরে নিয়মমাফিক চলে আসছে। তিনি এ-ধরনের লোকাল ট্রেনের অবস্থা উন্নয়নের জন্য অনেক সুপারিশ পেশ করেন। রেলওয়ে কর্তৃপক্ষ তার সুপারিশমালা গ্রহণ করে, তবে সেগুলো বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছিল কি না- তা কারো পক্ষে জানা সম্ভব হয় নি।
About This Books