ক্রিটিনার মা একটু আগে তাকে ধমক দিয়েছেন। বলতে গেলে বেশ কড়া করেই ধমক দিয়েছেন। মা মিসেস অডারটনের গলায় বেশ উন্নতমানের ভয়েস সিন্থেসাইজার লাগানো। সেখান থেকে ভেসে আসা কণ্ঠস্বরের তরঙ্গদৈর্ঘ্যগুলো ক্রিটিনা তার ফটোসেলের চোখ দিয়ে দিব্যি দেখতে পাচ্ছিল। তরঙ্গদৈর্ঘ্যগুলো ভয়ঙ্করভাবে ওঠানামা করছিল। একবার চড়ে যাচ্ছে তো আবার পড়ে যাচ্ছে। অথচ যে কারণে এই কড়া ধমক, সেই কারণটা তেমন বড় কোনো অপরাধ নয়। অন্তত ক্রিটিনার তেমনটাই ধারণা। ক্রিটিনাদের বাসায় তাদের ফায়-ফরমায়েশ খেটে দেওয়ার জন্য একটি গৃহস্থালি রোবট আছে। রোবটটি এক দশমিক পাঁচ প্রজন্মের। মানে, বুদ্ধিমত্তা প্রথম প্রজন্মের মতো হলেও কোয়ান্ট্রনে অতিরিক্ত অ্যাবাকাস চিপসেট থাকার কারণে সে অঙ্কে পারদর্শী। সেই রোবট ক্রিটিনাকে একটা জটিল সংখ্যার ম্যাট্রিক্স সমাধান করতে দিয়েছিল।
About This Books