ছোটবেলা থেকেই রহস্য গল্প পড়ে পড়ে বড় হয়েছি। নাওয়া খাওয়া ভুলে বর্ষণমুখর রাতে গা ছমছম করা রহস্য গল্প পড়েছি আর ভেবেছি এত চমৎকার সব গল্প লেখকরা কীভাবে রচনা করেন! আর এখন আমার লেখা রহস্য গল্পের সংকলন প্রকাশিত হচ্ছে। বিষয়টি আমার কাছে যেমন আনন্দের তেমনই শংকার। লেখক মাত্রই নতুন বই প্রকাশিত হলে খুশি হন। আমিও হয়েছি। শংকায় আছি এজন্য যে পাঠকদের নিয়ে। তাদের চাহিদা পূরণ করতে পারব তো সে বিচারের ভার ছেড়ে দিলাম পাঠকদের উপর। পাঠক, বইটি সম্পর্কে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। প্রকাশক ফরিদ ভাই প্রকাশনার এই ক্রান্তিকালেও বইটি প্রকাশে রাজি হয়েছেন, এ আমার পরম পাওয়া কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ প্রচ্ছদ শিল্পীকে এত সুন্দর প্রচ্ছদ করে দেওয়ার জন্য। বিশ্বজিৎ দাস দিনাজপুর।
About This Books