জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন সাহসী রাজনীতিবিদ, সফল রাষ্ট্রনায়ক ও আদর্শ ব্যক্তিত্ব। শিক্ষা—সংস্কৃতি, শিল্প—বাণিজ্য তথা সর্বক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নে তাঁর অবদান বিশ্বব্যাপী সমাদৃত। একই সাথে ধমীর্য় শিক্ষা—সংস্কৃতি ও ধমীর্য় পরিবেশের উন্নয়নেও তাঁর অবদান অপরিসীম। একই ধারায় আরও দূবার্র গতিতে এগিয়ে চলছেন জাতির পিতার সুযোগ্য কন্যা চারবারের সফল প্রধানমন্ত্রী বিশ্ব—জন—নন্দিত নেত্রী শেখ হাসিনা। বাংলাদেশে ইসলামের প্রচার ও প্রসারে তাঁদের অবদান জনসমক্ষে তুলে ধরার উদ্দেশ্যে গ্রন্থ রচনা করেছেন মুহাম্মদ মাহবুবুর রহমান। এ গ্রন্থে লেখক বাংলাদেশের সমাজ—সংস্কৃতিতে ইসলামি ভাবধারা সৃষ্টি ও বিকাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপুল অবদান সুন্দরভাবে উপস্থাপন করেছেন। গ্রন্থকার মুহাম্মদ মাহ্বুবুর রহমান আলোচ্য গ্রন্থটি রচনা করে একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব পালন করেছেন বলে আমি মনে করি। উক্ত গ্রন্থটি সমকালীন আর্থ—সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের একটি প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হবে। গ্রন্থকার উদ্যোগী হয়ে যে মহৎ কাজটি সূচনা করলেন বর্তমান প্রজন্মের জন্য এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর মতো উৎসাহী লেখকরা এগিয়ে এসে ইতিহাসের এই মহাপ্রাণ ব্যক্তিদের জীবনী জাতির সামনে তুলে ধরলে উপকৃত হবে আমাদের দেশ, জাতি ও আগামী প্রজন্ম।
About This Books