আগরতলা ষড়যন্ত্র মামলা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। কিন্তু এখন অনেকটাই বিস্মৃতপ্রায়। জাতীয় মানসে এই ঘটনার যথাযথ তাৎপর্য কখনো তুলে ধরার চেষ্টা হয়নি। ১৮৫৭ সালে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামকে ব্রিটিশ শাসকেরা যেমন বহুকাল ‘সিপাহি বিদ্রোহ’ আখ্যা দিয়ে ইতিহাসে তাকে তাৎপর্যহীন ঘটনা হিসেবে চিত্রিত করেছে এবং ইতিহাস-বিকৃতি ঘটিয়েছে, তেমনি পাকিস্তানি শাসনের দাসত্বের শৃঙ্খল ভাঙার জন্য বাঙালির প্রথম মুক্তিপ্রয়াসকে পাকিস্তানি শাসকেরা “আগরতলা ষড়যন্ত্র মামলা” আখ্যা দিয়ে একে একটি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে চিত্রিত করার অপচেষ্টা করেছে এবং এই তথাকথিত ষড়যন্ত্রের সঙ্গে ভারতের আগরতলা শহরের নামটি যুক্ত করে এই ষড়যন্ত্রে ভারতের যুক্ত থাকার একটি প্রমাণ খাড়া করার চেষ্টা চালিয়েছে বেশ কিছুকাল।
About This Books