৬০ এর দশকের নিম্ন মধ্যবিত্তের খটখটে রোদে পিচ ঢালা পথে খালি পায়ে হেঁটে চলা জীবন, ২০২১-এ এসেও যে মানুষের মনে কতটা দোলা দিতে পারে কিংবা বাস্তবতার যে স্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে তা সহজ স্বাভাবিকতায় বয়ে চলা লেখনশৈলীর অন্যতম সেরা ঔপন্যাসিক জহির রায়হানের বই ‘বরফ গলা নদী’ পড়লে বেশ আঁচ করা যায়।
About This Books