এই উপন্যাসটি বাঙালির গৌরবের ইতিহাসকে আশ্রয় করে লেখার চেষ্টা করা হয়েছে। কিন্তু অবশ্যই এটি ঐতিহাসিক উপন্যাস নয়। বঙ্গমাতা ফজিলাতুন নেছাকে অবলম্বন করে বেড়ে উঠেছে এর কাহিনি। তবে এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও। একজন ঔপন্যাসিক হিসেবে আমি আমার কল্পনা শক্তিকে এখানে যথেচ্ছভাবে ব্যবহার করার সুযোগ নিয়েছি। এ রকম উপন্যাস অনেক লেখা হয়েছে, ভবিষ্যতে আরো লেখা হবে। তবে আমি ব্যক্তিগতভাবে আমার এই লেখাটিকে বঙ্গমাতার প্রতি প্রণতি হিসেবে গণ্য করতে প্রয়াস পেলাম।
About This Books